Class XI Semester 2 Computer Application First Chapter question answer Wbchse

Class XI Semester 2 Computer Application First Chapter question answer Wbchse | একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রথম অধ্যায় ডেটা স্টাকচার ও তার প্রকারভেদ উত্তর


প্রশ্ন ও উত্তর  ঃ-

১) ডেটা কাকে বলে ? উদাহরণ সহ সংজ্ঞা দাও ?

উত্তর:- ডেটা হল অর্থহীন ও অসংগঠিত প্রাথমিক নির্দেশ যা থেকে কোন সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না । উদাহরণ - কোন ব্যক্তির নাম , বয়স , জন্মতারিখ,  ঠিকানা ইত্যাদি। 



২) ডেটা স্ট্রাকচার কাকে বলে ? এর কাজ লেখ ?

উত্তর:- ডেটা স্ট্রাকচার হল কম্পিউটারের মেমোরিতে ডাটা সংগঠিত প্রক্রিয়াকরণ
পুনরুদ্ধার ও সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি ।
ডেটা এক্সট্রাকচারের মূল কাজ হল কম্পিউটারের মেমোরিতে ডাটাগুলিকে সঠিকভাবে
সাজিয়ে রাখা এবং প্রয়োজন অনুসারে যাতে আমরা ডেটা গুলিকে সহজেই অ্যাক্সেস করতে
 পারি এছাড়াও সার্চিং, শর্টিং, ডিসিশন, মার্চ ডাটা প্রভৃতি কাজগুলি ডেটা স্ট্রাকচার করে 
থাকে।



৩) সার্চিং ও শর্টিং কাকে বলে ?

উত্তর - সার্চিং হল  ডাটা স্ট্রাকচার ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী যেকোনো ডেটা খুঁজে
বের করে আনে। 
শর্টিং একটি আদর্শ ডেটা স্ট্রাকচার ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ডেটা স্ট্রাকচারের
ডেটা গুলিকে উর্ধ্বক্রমে অথবা নিম্নক্রমে যে কোনো ক্রম অনুসারে সাজিয়ে রাখে ।



৪) ইন্টিজার ডেটা কাকে বলে ?

উত্তর - যে সমস্ত সংখ্যার মধ্যে কোন দশমিক সংখ্যা থাকেনা তাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা
বলে অর্থাৎ দশমিক ছাড়া যে কোন সংখ্যাই হলো ইন্টিজার ডেটা। এটি নেগেটিভও হতে
পারে। যেমন - 10,50,100,-7 ইত্যাদি 



৫) স্ট্রিং ডেটা কাকে বলে ?

উত্তর - স্ট্রিং হলো অ্যালফাবেট ,নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এর সমন্বয়ে গঠিত কোন ওয়ার্ড যেমন - Computer, India,A007 ইত্যাদি 



৬) লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে ? এর বৈশিষ্ট্য লেখ ?

উত্তর - লিনিয়ার ডেটা স্ট্রাকচার হল এক ধরনের ডেটা স্ট্রাকচার যেখানে উপাদান গুলি ক্রম অনুসারে বা রৈখিকভাবে সাজানো থাকে এখানে ডেটা স্ট্রাকচারের প্রতিটি উপাদান পূর্ববর্তী ও পরবর্তী উপাদান গুলির সঙ্গে যুক্ত থাকে ।

বৈশিষ্ট্য- 

i) লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ডেটা গুলি পরপর সাজানো থাকে ।

ii) এই ডেটা স্ট্রাকচার মেমরি বান্ধব নয় ।

iii) লিনিয়ার ডেটা স্ট্রাকচার গুলি বোঝা ও প্রোগ্রামে বাস্তবায়ন করা তুলনামূলকভাবে সহজ।



৭) ডেটা স্ট্রাকচার কে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তর -  ডেটা স্ট্রাকচারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি (A) লিনিয়ার ডেটা স্ট্রাকচার (B) নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার।



৮) LIFO র পূর্ণরূপ কি ?

উত্তর - LIFO এর পূর্ণরূপ হল লাস্ট ইন ফাস্ট আউট ।



৯ ) FIFO এর পূর্ণরূপ কি ? 

উত্তর - FIFO এর পূর্ণরূপ হল ফার্স্ট ইন ফার্স্ট আউট।



১০) ট্যাক ডেটা স্ট্রাকচার কে LIFO বলা হয় কেন ? 

উত্তর - স্ট্যাক হলো এক ধরনের লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে সবশেষে সংরক্ষিত ডেটাটি সবার প্রথমে ব্যবহৃত হয় তাই এই পদ্ধতিকে লাস্ট ইন ফাস্ট আউট বা LIFO বলা হয়।



১১) কিউ (Queue) ডেটা স্ট্রাকচারকে FIFO ও বলা হয় কেন ?

উত্তর - কিউ হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি যেখানে সর্বপ্রথম সংরক্ষিত ডাটাটি সবার আগে ব্যবহৃত হয় তাই এই পদ্ধতিকে ফাস্ট ইন ফাস্ট আউট বা FIFO বলা হয় ।



১২) অ্যারে বলতে কী বোঝো ? অ্যারে কত প্রকার ও কি কি ?

উত্তর - অ্যারে কথাটির অর্থ হল শ্রেণীবদ্ধ সজ্জা তাই অ্যারে হলো ডেটা সমূহ কে শ্রেণীবদ্ধভাবে সাজানোর প্রক্রিয়া। অ্যারে সাধারণত দুই প্রকার লিনিয়ার অ্যারে এবং নন লিনিয়ার অ্যারে।



১৩) লিনিয়ার অ্যারে কাকে বলে ? এর বৈশিষ্ট্য উল্লেখ কর ? 

উত্তর - লিনিয়ার অ্যারে (Linear Array) হল একটি ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা উপাদানগুলি একের পর এক ধারাবাহিকভাবে সংরক্ষিত থাকে। এটি এক ধরনের একমাত্রিক অ্যারে, যেখানে সমস্ত উপাদান এক লাইন বা সিকোয়েন্সে অবস্থান করে। সাধারণত, এটি একটি নির্দিষ্ট আকারের ধারাবাহিক মেমোরি সেলে ডেটা সংরক্ষণ করে।

বৈশিষ্ট্য:

i) লিনিয়ার  অ্যারে একটি একমাত্রিক (one-dimensional) ডেটা স্ট্রাকচার, যেখানে সমস্ত উপাদান এক লাইন বা সিকোয়েন্সে থাকে।

ii) অ্যারের প্রতিটি উপাদান নির্দিষ্ট সূচক বা ইনডেক্স দ্বারা চিহ্নিত হয়, সাধারণত সূচক শূন্য থেকে শুরু হয়।

iii) অ্যারের আকার প্রথমে নির্ধারিত হয় এবং একবার সেট হলে এটি পরিবর্তন করা যায় না।

iv)  অ্যারের সব উপাদান এক ধরনের ডেটা (যেমন, সব ইন্টিজার, সব ফ্লোট, ইত্যাদি) ধারণ করে।

V) ধারাবাহিক মেমরি স্থান: অ্যারের উপাদানগুলি ধারাবাহিক মেমরি লোকেশনগুলোতে সংরক্ষিত থাকে, যা দ্রুত অ্যাক্সেসের সুবিধা দেয়।



১৪) ট্রি ডেটা স্ট্রাকচার বলতে কী বোঝ ? 

উত্তর- ট্রি ডেটা স্ট্রাকচার হলো একটি হায়ারার্কিকাল বা পদক্রমিক ডেটা স্ট্রাকচার, যা সাধারণত রুট থেকে শুরু হয়ে, শাখা  ও পাতায়  বিভক্ত হয়ে থাকে। এটি একাধিক নোড (node) নিয়ে গঠিত, যেখানে প্রতিটি নোড অন্য নোডের সাথে সম্পর্কযুক্ত থাকে এবং এই সম্পর্কের মাধ্যমে একটি গাছের মত কাঠামো তৈরি হয়।

ট্রি ডেটা স্ট্রাকচারের মূল বৈশিষ্ট্য:

i) রুট হলো  ট্রির শীর্ষ নোড, যা গাছের শুরু বা মূল অবস্থান হিসেবে কাজ করে। ট্রির মধ্যে একটি একক রুট থাকে।

ii) শাখা ট্রির মৌলিক উপাদান, যা ডেটা ধারণ করে এবং অন্যান্য নোডের সাথে সম্পর্কিত থাকে।

iii) Edge ট্রির মধ্যে এক বা একাধিক নোডের সংযোগ। এটি রুট বা অন্যান্য নোডের সাথে সম্পর্ক স্থাপন করে।

iv)পাতা (Leaves)  ট্রির শেষ নোড, যার আর কোন চাইল্ড নোড থাকে না।

ডিগ্রি (Degree): একটি নোডের চাইল্ড নোড সংখ্যা। যদি কোনো নোডের ৩টি চাইল্ড নোড থাকে, তবে তার ডিগ্রি ৩।

উদাহরণ:
ধরা যাক একটি ট্রি যেখানে রুট নোডের নাম A, এবং এর চাইল্ড নোডগুলি B এবং C:

        A
       / \
      B C
     / \
    D E

এখানে:
রুট (Root): A
শাখা (Branches): A থেকে B, A থেকে C, B থেকে D, B থেকে E
পাতা (Leaves): D, E, C কারণ তাদের আর কোন চাইল্ড নোড নেই।



১৫) গ্রাফ ডেটা স্ট্রাকচার ও এজ এর সংজ্ঞা দাও ?

উত্তর - গ্রাফ ডেটা স্ট্রাকচার হল নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যা নোডের একটি সংগ্রহ । গ্রাফ একটি জটিল কাঠামো, যেখানে প্রতিটি নোড এক বা একাধিক এজের মাধ্যমে অন্য নোডের সাথে সংযুক্ত থাকে।

একটি নোডের সাথে আরেকটি নোট যে লাইনের মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় এজ।




১৬) লিনিয়ার ও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার এর মধ্যে পার্থক্য লেখ ? 

উত্তর - লিনিয়ার ও নন-লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য:

লিনিয়ার এবং নন-লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে মূল পার্থক্য হলো ডেটার সাজানোর পদ্ধতি এবং অ্যাক্সেসের প্রক্রিয়া। নিচে এই দুই ধরনের ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো:

 লিনিয়ার ডেটা স্ট্রাকচার:

i)  ডেটাগুলি সরলরেখায় সাজানো থাকে, অর্থাৎ একটির পর একটি থাকে।

ii). লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ডেটা ধারাবাহিক মেমোরি অবস্থানে সংরক্ষিত থাকে।

iii) লিনিয়ার ডেটা স্ট্রাকচারে একটি স্তর থাকে 

iv) লিনিয়ার ডেটাস স্ট্রাকচারের ডেটা পরিচালনা করা অনেক সহজ। 

v) লিনিয়া ডেটা স্ট্রাকচার এর উদাহরণ হল অ্যারে , স্ট্যাক,ট্যাগ, কিউ ইত্যাদি

নন-লিনিয়ার ডেটা স্ট্রাকচার:

i).  ডেটাগুলি একাধিক স্তরে  সাজানো থাকে, অর্থাৎ সরলরেখায় নয়।

ii).  ডেটা এলোমেলোভাবে মেমোরি অবস্থানে সংরক্ষিত থাকতে পারে।

iii). নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারিং একাধিক স্তর থাকে।

iv). ননন-লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ডেটা পরিচালনা লিনিয়ার ডেটা স্ট্রাকচারের তুলনায় জটিল ।




১৭) লিংক লিস্ট কাকে বলে ? নোড কাকে বলে ?

উত্তর - ডাটা স্ট্রাকচারে লিংকড লিস্ট  হলো এক ধরনের ডেটা কাঠামো যেখানে ডেটাগুলো সংরক্ষণ করা হয় একের পর এক নোড আকারে। প্রতিটি নোডে দুটি অংশ থাকে: একটি অংশে ডেটা এবং আরেকটি অংশে পরবর্তী নোডের ঠিকানা বা রেফারেন্স।

লিংকড লিস্টের প্রকারভেদ:

1. সিঙ্গেল লিংকড লিস্ট 
2. ডাবল লিংকড লিস্ট 
3. সার্কুলার লিংকড লিস্ট 

নোড (Node) হলো লিংকড লিস্টের একটি মৌলিক উপাদান। প্রতিটি নোডে দুটি অংশ থাকে:

ডেটা অংশ: এখানে আসল ডেটা বা মান সংরক্ষিত থাকে।

লিংক বা রেফারেন্স অংশ: এখানে পরবর্তী নোডের ঠিকানা বা রেফারেন্স থাকে, যা পরবর্তী নোডের সাথে যুক্ত করে।



আন্তিম কথা :- 

এই প্রতিবেদনে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশ প্রথম অধ্যায় ডেটা স্টাকচার ও তার প্রকারভেদ থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। আশাকরি, ছাত্রছাত্রীদের উপকারে আসবে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url